মায়াবী পাখি
কুদরত রাহমান
সব পাখি পোষ মানেনা
মধুর সুরে গান করেনা,
সব পাখি বন্দী খাঁচায়
থাকতে তাহার সাঁয় মেলেনা।
পাখির স্বভাব উড়তে চাওয়া
যেথায় সেথায় ঘুরতে যাওয়া
বৃথায় পাখির পড়লে মায়ায়
ছটফটিয়ে মরবি জ্বালায়।।
ভালো যদি বাসবি তাহার
ছেড়ে দে তোর আহার বিহার
যাবেই ছেড়ে পাখিটি তোর
সময় থাকতে হও হুঁসিয়ার।।
যতই শেখাও নীতি বচন
শুন্য খাঁচায় ধরবেই পচন।
পাখির বড় বেহায়া হৃদয়
আসবে যাবে নেবেই বিদায়।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / বাঁচতে ও বাঁচাতে
See more
No Comments